Friday, December 19

বাসচাপায় চাচা নিহত, আহত ভাতিজি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাতিজিও।

সোমবার সকাল ১০টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ি বাজারের লুজারঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম (৪০) চরমোহনা ইউপির দক্ষিণ রায়পুর গ্রামের মৃত হায়দার মালের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। সিঙ্গাপুর কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত জানুয়ারি মাসে তিনি বাড়ি ফেরেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের বোন লাকি বেগম ও স্বজন সাহিন জানান, সকাল ১০টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক দিয়ে রহিম মোটরসাইকেলে করে বাসাবাড়ি বাজারে মেয়েকে কোচিং সেন্টারে নামিয়ে ভাতিজি ইভাকে নিয়ে স্থানীয় প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন।

ওই সময় ভোলা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী দিদার পরিবহণের বাস তার মোটরসাইকেলে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আবদুর রহিম নিহত হন এবং ভাতিজি ইভা আক্তার গুরুতর আহত হন। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন।

রায়পুর থানার এসআই কামাল হোসেন বলেন, দুর্ঘটনাটির ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

Leave a Reply