
যুদ্ধবিরতির লক্ষ্যে বেলারুশে তৃতীয় দফা বৈঠক শেষ করেছে ইউক্রেন-রাশিয়া। বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের এক উপদেষ্টার বরাত দিয়ে বিবিসি জানায়, মানবিক করিডোরের বিষয়ে ‘নগণ্য ইতিবাচক’ অগ্রগতি হয়েছে।
ইউক্রেনের প্রতিনিধিদলের এক সদস্যের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, সীমান্ত পরিস্থিতির তাৎপর্যপূর্ণ উন্নতিতে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
ক্রেমলিনের এক সহযোগী রাশিয়ার একটি টিভি চ্যানেলে বলেন, বেলারুশের সংলাপ ‘আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে’।
তবে উভয়পক্ষ বলছে আলোচনা অব্যাহত থাকবে।
চলমান উত্তেজনা নিরসনে সোমবার তৃতীয়বারের মতো আলোচনায় বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বেলারুশ সীমান্তে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিকে এর আগে দুইবার বেলারুশ সীমান্তে বৈঠক করে দুইপক্ষ। ২৮ ফেব্রুয়ারি হওয়া প্রথম বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।
৩ মার্চ দ্বিতীয় বৈঠকে মানবিক দিক বিবেচনা করে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় দুই পক্ষ।
কিন্তু কয়েক ঘণ্টা পার হতেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যায়। ফলে সাধারণ মানুষ শহর ছেড়ে চলে যেতে চাইলেও তারা পারেননি।
