
কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে ইয়াসমিন আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
ইয়াসমিন আক্তার (১৯) ঢেউয়াতলী গ্রামের রেজাউল করিমের স্ত্রী। এক মাস আগে তাদের বিয়ে হয়।
রেজাউল করিম বলেন, আমি মালদ্বীপ প্রবাসী। এক মাস আগে ইয়াসমিনের সঙ্গে আমার বিয়ে হয়। ভোরে ফজরের নামাজ পড়তে আমি মসজিদে যাই। ওই সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। বাসায় এসে দেখি আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ঝলসে যান ইয়াসমিন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ওই নববধূ মারা যান।
তিনি বলেন, আমরা ধারণা করছি— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতেই মৃত্যু হয় ইয়াসমিনের। তবে তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
