Monday, December 15

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান

সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এবং সংশোধিত ২০০৯ এর ১৯(১) (চ) ও ১৯(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে দু’বছরের জন্য মনোনীত করা হয়েছে।

সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply