Friday, May 9

পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় মালবাহী পিকআপের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত ও আরও ২ জন আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় আহতদের দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক পিকআপ চালক-হেলপার আটক ও ট্রাকটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জটলা বাঁধে। মুহূর্তেই বাউফলগামী এলপি গ্যাসবাহী পিকআপ জটলায় চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ (১৪) নিহত ও অপর ৪ জন আহত হয়।

পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান (৪১), ইউসুফ মাষ্টার (৪০), হীরা (১৮) ও মানিককে (২২) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বরিশালে নেওয়ার পথে ইউসুফ মাস্টার ও হীরার মৃত্যু ঘটে। নিহত ইউসুফ মাস্টার উপজেলার চরগবদী আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। নিহতরা পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ ঘাতক পিকআপ জব্দ ও পিকআপ চালক জহিরুল (৩৫), চালকের সহকারী জাকারিয়াকে (২২) আটক করেছে। নিহত বায়েজিদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন, পরবর্তীতে আটককৃতদের কোর্টে প্রেরণ করা হবে।

Leave a Reply