
নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
গত ৯ মার্চ নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন নিশা মাহমুদা । মিলাদ বড় ভূঁইয়ার পরিচালনায় একটি নতুন ইলেকট্রনিক্স কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন নিশা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ঝুনা চৌধুরী, ইমরান সানি এবং সানজানা। নিশা স্বদেশ কন্ঠ কে জানান, বিজ্ঞাপনটির সম্পাদনা শেষে শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। পারিবারিক গল্পের মধ্য দিয়ে চিত্রায়ন হয়েছে এসি, ফ্যান এবং লাইটের এই বিজ্ঞাপন।
উল্লেখ্য নিশা কখনো মিডিয়াতে নিয়মিত ছিলেন না, দীর্ঘ তিন বছর বিরতির পর ২০২০ সালে মিডিয়াতে ফিরে এসে ব্যাক টু ব্যাক কয়েকটি নাটকে কাজ করেন। এরপর সারা দেশে লক ডাউন শুরু হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। লক ডাউন শেষে সবাই কাজে ফিরলেও নিশা আর মিডিয়াতে ফেরেননি। আবারও দুই বছর পর এই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি মিডিয়াতে ফিরলেন।
কাজ করা প্রসঙ্গে নিশা বলেন, ‘মিলাদ ভাইয়ের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে কাজ করার কথা থাকলেও নানা কারণে তা আর করা হয়নি, ফাইনালি ১০ বছর পর তার পরিচালনায় কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। আশা করছি নতুন বিজ্ঞাপনের জন্য ভালো সাড়া পাব।’