Wednesday, May 21

১৪ বছর পর ভারত থেকে আমদানি হচ্ছে পাটবীজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর আবারও ভারত থেকে আমদানি হচ্ছে পাটবীজ। শনিবার সন্ধ্যায় পাটবীজ বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করে।

বাংলাদেশের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের মিম সিড ট্রেডার্স, জেড অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, মঞ্জুর সিড কোম্পানি ও জুয়েল সিড কোম্পানি প্রতিটন ১ হাজার মার্কিন ডলার মূল্যে এসব বীজ আমদানি করে থাকে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশে ভারতীয় পাটবীজের বেশ ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদাকে ঘিরে প্রতি বছর দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারত থেকে বীজ আমদানি হয়ে থাকে। সর্বশেষ ২০০৮ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বীজ আমদানি হয়। এর পরে আর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘদিন বন্ধের পর শনিবার বন্দর দিয়ে পাটবীজ আমদানি আবার শুরু করেছেন আমদানিকারকরা।

হিলি শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, দীর্ঘ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে। বন্দরের ওয়্যার হাউসে আমদানিকৃত এসব বীজ রাখা হয়েছে। উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পরীক্ষার পর এসব বীজ বন্দর থেকে ছাড়করণ হবে।

তবে পাটবীজ আমদানি পর্যায়ে কোনো শুল্ক না থাকায় শুল্কমুক্ত হিসেবে এসব পাটের বীজ আমদানি হচ্ছে। শনিবার বন্দর দিয়ে ছয়টি ট্রাকে ১২৬ টন পাটবীজ আমদানি হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply