
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, পূর্বে নারায়ণগঞ্জে যত স্থানে ছিনতাই হয়েছে প্রত্যেক ঘটনায় সিসিটিভি দেখে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। এখন অনেকেই অভিযোগ করেছেন এখানে সেখানে ছিনতাই হয়। আমি বলব- যেখানে ছিনতাই হয় সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন। একজন ছিনতাইকারীও ছিনতাই করে রেহাই পাবে না।
মঙ্গলবার বিকালে ফতুল্লা মডেল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, যানজট নিরসনে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে যানজট কিছুটা মুক্ত করতে। অনেকেই আগে যেতে উল্টোপথে গাড়ি চালিয়ে যায়। আবার কেউ কেউ রাস্তায় গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করেন। এছাড়াও ইজিবাইক ও সিএনজি যত্রতত্র পার্কিং করে যানজটের সৃষ্টি করেন। এ অবস্থা থেকে আমাদের সচেতন হতে হবে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. নাজমুল হাসান, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম, রাজিব, তামান্না, আতাউর রহমান মেম্বার প্রমুখ।
ওপেন হাউস ডে শেষে নবগঠিত ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ সদস্যকে ফুল ও বই দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
