Thursday, May 22

ভগিনীপতির হাতে কলেজছাত্রী খুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভগিনীপতির হাতে রোকসানা নামে এক কলেজছাত্রী খুন হয়েছেন।

পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার করিমগঞ্জ পৌর সদরের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের ভগিনীপতি মাহবুব আলম ওরফে ওমর ফারুক (৩৫)।

রোকসানা করিমগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাইধনখালি গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে।

ঘাতক ফারুক করিমগঞ্জ পৌর সদরের মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে রোকসানা কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা থেকে তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে যান ওমর ফারুক। সেখানে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়।

আহত অবস্থায় রোকসানা নিজ বাড়িতে চলে আসার পরপরই জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নির্যাতনের কারণ জানতে চাইলে নিহতের বাবা গিয়াস উদ্দিন জানান, আমার বড় মেয়ে হাওয়া আক্তার সপ্তাহখানেক আগে স্বামী ফারুকের সঙ্গে ঝগড়া করে আমার বাড়িতে চলে আসে। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে মোবাইলের মাধ্যমে আমার বড় মেয়েকে প্রায়ই গালমন্দ ও হুমকি ধমকি দিয়ে আসছিল। তখন থেকেই আমার সন্দেহ হচ্ছিল, ফারুক আমাদের বড় কিছু ক্ষতি করবে।

তিনি জানান, পারিবারিক ঝগড়ার জেরে রোকসানাকে ধরে নিয়ে যায় ফারুক। তাকে নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সে।

পুলিশ জানিয়েছে, রোকসানা হত্যার ঘটনায় মাহবুব আলম ওরফে ওমর ফারুকসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি সামসুল আলম সিদ্দিকী জানান, অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply