Tuesday, December 16

সাকিব রূপগঞ্জে, মুশফিক শেখ জামালে

ঢাকা লিগের চলতি আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। দেশসেরা এই অলরাউন্ডার জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর এবং পারিবারিক জামেলার কারণে মোহামেডানের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি।

সাকিব আল হাসানের দল মোহামেডান লিগের সুপার লিগ পর্বে উঠতে পারেনি। যে কারণে বাইলজ মেনেই সাকিব লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগ পর্বের ম্যাচগুলোতে অংশ নিতে চান।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির।

ঢাকা লিগের বাইলজ অনুযায়ী, কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম‍্যাচ না খেললে এবং তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তিনি অন‍্য কোনো দলে খেলতে পারেন।

এই প্রক্রিয়ায় এরই মধ‍্যে মোহামেডান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

Leave a Reply