Thursday, March 28

র‌্যাম্পে হাঁটলেন রোজিনা

প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন দেশীয় চলচ্চিত্রের সোনালি সময়ের চিত্রনায়িকা রোজিনা। ১৮ই মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে ‘ঐতিহ্যে বাংলা সিনেমা’ শীর্ষক এক ব্যতিক্রমী ফ্যাশন শোতে অংশ নেন তিনি। ফ্যাশনের আড়ালে বর্ণিল আয়োজনে এতে তুলে ধরা হয় বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের ইতিহাস-ঐতিহ্য। সেই সঙ্গে
ছিল যুগ যুগ ধরে দর্শক-মনে দাগ কেটে যাওয়া চরিত্রের পোশাক-পরিচ্ছদ নিয়ে ভিন্নধর্মী উপস্থাপনা। রোজিনা বলেন, এটা সত্যিই অন্যরকম একটি অভিজ্ঞতা ছিল। এমন একটি আয়োজনের জন্য ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাকে ধন্যবাদ জানাতে চাই। এই শোতে চলচ্চিত্রের সোনালি সময়ের ইতিহাস-ঐত্যিহকে পোশাকের বর্ণিল অলংকরণে ব্যবহার করা হয়েছে নান্দনিক নানা মাত্রায়। অনুষ্ঠানটি সবাই বেশ উপভোগ করেছে। এতে জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, কাজী নওশাবা, জান্নাতুল ফেরদৌস পিয়া, শানারৈ দেবী শানু, তমা মির্জা, মডেল হিরা, চিত্রনায়ক শিপনসহ অনেকে। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আবিদা সুলতানা। আরটিভি ও বিশ্বরঙ আয়োজিত এ অনুষ্ঠান র‌্যাম্পে পারফর্মের পাশাপাশি উপস্থাপনায় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী নাবিলা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ফারুক, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, শিরিন বকুল, মনিরা ইউসুফ মেমী, বিজরী বরকতউল্লাহসহ অনেকে। সিনেমার গানের সঙ্গে বিভিন্ন কিউতে র‌্যাম্পে পারফর্ম করেন শবনম ফারিয়া, হীরা, লিন্ডা, মারিয়া, রিতিকা, আঁখি আফরোজ, ফারহান, আসিফ প্রমুখ। ফ্যাশন শো-র পরিকল্পনায় ছিলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও প্রযোজনায় ছিলেন শাহীদ শরিফ। উল্লেখ্য, আশির দশকের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। কয়েক বছর ধরে লন্ডনেই তার স্থায়ী বসবাস। তবে মাঝে তিনি বেশকিছু দিনের সময় হাতে নিয়ে বাংলাদেশে এসেছেন। কিছুদিন আগে তিনি তার নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দিতে রাজাকার আলবদরদের দ্বারা ক্ষতবিক্ষত একটি পরিবারের কাহিনীকে ঘিরেই একটি ছবির গল্প লিখেছেন। নাম ‘বীরাঙ্গনা’। ছবিটি সরকারি অনুদানের জন্য মন্ত্রণালয়ে জমাও দিয়েছেন। এরইমধ্যে প্রাথমিক বাছাই হয়েছে। সেখানে তার গল্প নির্বাচিত হয়েছে। এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় তিনি। ছবিটির চিত্রনাট্যও তার নিজের লেখা। এ ছবিটি অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন রোজিনা।

Leave a Reply