Friday, May 23

জেলা আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক সবুজ

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সভাপতি ও গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সভাপতি পদে অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ১০ জন। কেন্দ্রীয় নেতারা আলোচনা করে সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির নাম ঘোষণা করেন।

এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

এর আগে বেলা ১১টার দিকে শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

উল্লেখ্য, ১৯ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।

Leave a Reply