Saturday, October 12

শুভ জন্মদিন কণ্ঠশিল্পী বাঁধন

রায়হান কবির, স্বদেশ কণ্ঠ ডট কমঃ জন্মদিনে তোমায় দেবো কি আর  উপহার……বাংলায় নাও ভালবাসা, হিন্দিতে নাও পেয়ার…………… ।  জন্মদিনের শুভেচ্ছা রইল সম্ভাবনামীয় কন্ঠশিল্পী রফসিন ইসলাম বাঁধনের জন্য।  ৩১ মার্চ কন্ঠশিল্পী রফসিন ইসলাম বাঁধনের জন্মদিন। রেডিও স্বদেশ ও স্বদেশ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বাঁধনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। গতকাল সন্ধ্যায় স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান বাঁধনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যান। এবং ঘরোয়া পরিবেশে কেক কেটে বাঁধনের জন্মদিন পালন করা হয়। বাঁধনের বাবা মো: রফিকুল ইসলাম, ডিআইজি, ঢাকা সিটি স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ। মা মিসেস শিরীন ইসলাম যে নিজেও একজন রবীন্দ্র সংগীত শিল্পী। আর ছোট বোন রাইসা ইসলাম বাবুনী ও ছোট ভাই রাইসুল ইসলাম বর্ষন। এই হলো বাঁধনের ছোট ও সুখী পরিবার। ৫ বছরর বয়স থেকেই গানের ভুবনে পর্দাপন হয় বাঁধনের। মায়ের কাছেই গানের শুরু ও তার কাছে থেকে সা রে গা মা শিখে বাঁধন। পরে গানের শিক্ষকের কাছ থেকে তালিম নিতে শুরু করে বাঁধন। ১৯৯৬ সালে বাংলাদেশ শিশু একডেমীতে গান শিখা শুরু করেন। গানের প্রতিযোগিতায় সবসময় অংশগ্রহন করা হত।

বাঁধন তার সঙ্গীত জীবনে ১৯৯৯সালে চট্টগ্রাম জেলা পর্যায়ে গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে । ২০০২ সালে দেশাত্ব বোধক গানে ৩য় স্থান ও ‘পরবী স্বর্ণ পদক’ লাভ। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বার্ষিক প্রতিযোগিতাগুলোতে প্রথম স্থান অর্জন। বিভিন্ন স্কুল-কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন ছিল বাঁধনের নিত্যসঙ্গী।বাঁধন এসএসসি পাশ করেন সোডা এবং এইচএসসি পাশ করেন মাইল স্টোন কলেজ থেকে। মাইলস্টোন কলেজে কালচারাল ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছে বাঁধন। ২০১০ ও ২০১১ সালে সাহাবুদ্দিন মেডিকেল কলেজে বার্ষিক গানের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে বাঁধন।

জন্মদিনের শুভক্ষণে আবারো বাঁধনকে শুভেচ্ছা। সুন্দর হোক তার আগামীর পথচলা।

Leave a Reply