
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। আগামীকাল বুহস্পতিবার থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে দুই দল। নেদারল্যান্ডের মাটিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ফরম্যাটে তাদের প্রথমবার দেখা হয়েছিল। চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ দিয়েই নিউজিল্যান্ড ইউরোপ সফর শেষ করবে। এবারের ইউরোপ সফরে নেদারল্যান্ডসের আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে শুধুমাত্র দু’টি টি-টোয়েন্টিই খেলবে।
এ বছরের মার্চে প্রথমবারের মত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। তিন ম্যাচের সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ ছিল। ওই সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দলটি সর্বশেষ খেলেছিল। কিন্তু ওই আসরের সেমিফাইনাল থেকে তারা বিদায় নেয়। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে প্রথম পর্বে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছিল নেদারল্যান্ডস।