Monday, December 15

গুগল ক্রোমের আপডেট

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ক্রোম ব্রাউজারের আপডেট নিয়ে আসছে। সার্চ করে তথ্য খুঁজে বের করা আরো সহজ করে তুলতে যুক্ত করা হয়েছে নতুন কয়েকটি ফিচার। বিশেষ করে ছবি খোঁজার ক্ষেত্রে যথাযথ ‘কিওয়ার্ড’ দেওয়াটা কঠিন হয়ে যায়। প্রক্রিয়াটি আরো সহজ করে তুলতে ক্রোম ব্রাউজারে যুক্ত করা হয়েছে গুগল লেন্স ফিচার।

স্মার্টফোনে ছবি তুলে ক্রোমে যেতে হবে। এরপর ‘সার্চ উইথ গুগল লেন্স’ অপশনটি ব্যবহার করলেই ছবিসংক্রান্ত তথ্য বের হয়ে আসবে। ছবিতে কোনো লেখা থাকলে সেটা অনুবাদ করে দেখারও সুযোগ থাকবে। ক্রোমের ১০৪.০.৫১১২.৮১ সংস্করণটিতে পিডিএফ ডকুমেন্ট ফুল স্ক্রিন মোডে দেখা যাবে। এ ছাড়া ‘প্রেজেন্ট’ নামের একটি ফিচার থাকবে। জুম ইন বা জুম আউট বাদ দিয়ে সরাসরি ফুল স্ক্রিনে মোডে ওয়েব পেজ দেখার সুযোগ দেবে ফিচারটি। তবে এমনি এমনি এই আপডেট আপনি পাবেন না। এর জন্য সর্বডানে থাকা ‘থ্রি ডট মেন্যু’তে ক্লিক করতে হবে। এরপর ‘হেল্প’ অপশনে থেকে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনটি বেছে নিতে হবে। এতে নিজে নিজেই গুগল আপডেট নেবে। সব শেষে ‘রিলঞ্চ’ অপশনে ক্লিক করলে নতুন ফিচারগুলো পাওয়া যাবে।

 

সূত্র : লাইভ মিন্ট

Leave a Reply