Tuesday, May 20

ছাত্রদলের ২ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

বরিশালের গৌরনদীতে পৌর ছাত্রদলের আহবায়ক এইচএম রাসেল ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম শরীফের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত সোয়া ৮টা ও রাত পৌনে ৯টার দিকে গৌরনদী পৌরসভার শাওড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গৌরনদী পৌর ছাত্রদলের আহবায়ক এইচ.এম রাসেল অভিযোগ করে বলেন, গৌরনদীর যুব ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ৪০/৫০টি মোটরসাইকেলযোগে মহড়া দিয়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শাওড়া এলাকায় আমার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে ঘরে না পেয়ে আমার বসতঘর ভাঙচুর করে। তখন তারা আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করে চলে যায়।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম শরীফ অভিযোগ করে বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে যুব ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী আমার শাওড়াস্থ বাড়িতে গিয়ে ঘরে ঢুকে আমাকে খুঁজতে থাকে। আমাকে না পেয়ে বসতঘরের দরজা ভাঙচুর করে।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বলেন, এ হামলার ঘটনার সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী অপপ্রচার চালাচ্ছে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply