
সিরাজগঞ্জের রায়গঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সিমলা রাণীর হাট সড়কের বল্লাভেঙ্গুর বটতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো- উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মোমিন (২০), আবু তালেব আকন্দের ছেলে আশরাফুল আকন্দ (২৫), মৃত সিদ্দিক সেখের ছেলে সাইদুল ইসলাম (২২), রেজাউল করিমের ছেলে নুরনবী সেখ (২০)।অপর আসামি টাঙ্গাইল জেলার সদর থানার বড়বেলতা গ্রামের বাসিন্দা হামিদ মণ্ডলের ছেলে আবুল কালাম (৩২)।
অভিযানে ১টি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-০২-৬৩৩৯) ও ১টি হাসুয়া, ১টি দা, ৫টি লোহার রড, ১টি কাটার মেশিন জব্দ করা হয়।
পুলিশের অভিযান পরিচালনার সময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে, তারা হলো- উপজেলা চান্দাইকোনা গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে আনোয়ার হোসেন আনু (৪০), ট্রাকের মালিক টাঙ্গাইল জেলার সদর থানার পোড়াবাড়ি খোরজানা গ্রামের বাসিন্দা আব্বাস আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩০)।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার আসামিসহ পলাতক আরও ৭-৮ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।গ্রেফতার আসামিদের রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।