Saturday, April 27

আজ রাতেই দেখুন বাংলাদেশের তিনটি ক্রিকেট ম্যাচ

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আজ (২৫ সেপ্টেম্বর) রীতিমতো ঈদের দিন। একইদিনে বাংলাদেশের তিনটি ভিন্ন ক্রিকেট দল খেলতে নামবে তিন মাঠে। যার দুটোই সরাসরি দেখা যাবে টিভি পর্দায়। ভক্তদের হতাশ হওয়ার কিছুই নেই, অন্য ম্যাচটিও সরাসরি দেখা যাবে স্ট্রিমিং সাইটে।

বাংলাদেশ সময় রাত ৮টায় জাতীয় দলের ক্রিকেটাররা দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইতে ক্যাম্প করেছে টাইগার ক্রিকেটাররা।

সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নুরুল হাসান সোহান-আফিফ হোসেনরা। সেই সিরিজের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাতে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভির পর্দায়।

একই সময়ে দেরাদুনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ লিজেন্ডসের তারকারা। এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কোনও জয় না পেলেও বেশ ভালোই লড়াই করেছে আফতাব আহমেদ-অলক কাপালিরা। এর মধ্যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে জয়ের সম্ভাবনাও জাগিয়েছে বাংলাদেশের বুড়ো ক্রিকেটাররা। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়।

কেবল পুরুষ দল নয় আজ রাতে মাঠে নামবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের নারীরা। আজ রাত ৯টায় বাছাইপর্বের ফাইনালে শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আইসিসি টিভির ওয়েবসাইটে বিনা খরচে দেখা যাবে ম্যাচটি।

কেবল বাংলাদেশ ক্রিকেট নয় আজ রাতে রয়েছে আরও দুটি হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ। সবগুলো খেলার সময়সূচী নিচে জানিয়ে দেওয়া হলো।

ক্রিকেট

বাংলাদেশ-আরব আমিরাত

১ম টি-টোয়েন্টি

সরাসরি, রাত ৮টা;

গাজী টিভি, র‌্যাবিটহোলবিডি ডিজিটাল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল

বাংলাদেশ-আয়ারল্যান্ড

সরাসরি, রাত ৯টা;

আইসিসি টিভি।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

বাংলাদেশ লিজেন্ডস-ইন্ডিয়া লিজেন্ডস

সরাসরি, রাত ৮টা;

টি-স্পোর্টস।

ভারত-অস্ট্রেলিয়া

৩য় টি-টোয়েন্টি

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;

সরাসরি, স্টার স্পোর্টস।

পাকিস্তান-ইংল্যান্ড

৪র্থ টি-টোয়েন্টি

সরাসরি, রাত ৮টা

সনি সিক্স।

সিপিএল

জ্যামাইকা-সেন্ট লুসিয়া

সরাসরি, রাত ৮টা;

স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

ফুটবল

উয়েফা নেশনস লিগ

ডেনমার্ক-ফ্রান্স

সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট;

সনি নেটওয়ার্ক।

টেনিস

লেভার কাপ

সরাসরি, বিকাল ৪টা;

Leave a Reply