Thursday, April 18

সফরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

প্রিটোরিয়া, ২৩ জানুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ  সোমবার এক সফরে দক্ষিণ আফ্রিকায়  পৌঁছেছেন।
দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনী ঘাঁটি ওয়াটারক্লুফে তাঁর বিমানটি অবতরণ করেছে। তিনি দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা তাসের।
মন্ত্রীদ্বয় সম্ভবত  সেন্ট পিটার্সবার্গে ২৬-২৯ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় রুশ-আফ্রিকান শীর্ষ সম্মেলন ও সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।
মন্ত্রীদ্বয় ব্রিকসসহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সংশ্লিষ্টতা, দ্বিপাক্ষিক সমস্যা ও মূল আন্তর্জাতিক ইভেন্টগুলি নিয়ে মতবিনিময় করতে পারেন। ব্রিকস শীর্ষ সম্মেলনের এ বছর সভাপতিত্ব করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
এ বছর  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে ল্যাভরভ ও দক্ষিণ আফ্রিকার পররষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সর্বশেষ সাক্ষাৎ হয়। পরে উভয়পক্ষ রাজনৈতিক সংলাপের গভীরতা ও কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের আরও বিকাশে পারস্পরিক আগ্রহের বিষয়টি পুন নিশ্চিত করেন।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
  • সর্বশেষ
  • জনপ্রিয়

Leave a Reply