Monday, March 25

কেন ব্যাটিংয়ে নামেননি আফিফ জানালেন অধিনায়ক

রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮০ রান তাড়ায় শেষ পর্যন্ত আফিফ ব্যাটিংয়েই নামেননি। ম্যাচটাও চট্টগ্রাম হেরেছে ৫৫ রানে। এ নিয়ে কৌতূহল বাড়ছিল সবার মাঝে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটিং অর্ডারে কেন দেখা মিলছে না আফিফ হোসেনের। অথচ গত কয়েক ম্যাচে চট্টগ্রামের হয়ে তিনে ব্যাটিং করে আসছিলেন তিনি। একাদশে ছিলেন, মাঠেও নেমেছিলেন ফিল্ডিং করতে।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম জানালেন কেন ব্যাটিংয়ে নামেননি আফিফ। গ্যাসের সমস্যা নিয়ে মাঠে আসার পর ফিল্ডিংয়ের সময় আরও অসুস্থ হয়ে পড়েন আফিফ।

মাঠে না নামলেও আফিফ ড্রেসিংরুমে ছিলেন কিনা- এ প্রশ্নে চট্টগ্রাম অধিনায়ক বলেন, অসুস্থতা অনুভব করার পর হোটেলে ফিরে গেছেন। হয়তো গ্যাস থেকে সমস্যা তৈরি হয়েছে। এজন্য ব্যাটিংয়ে মাঠে নামতে পারেননি।

সাধারণত মাঠে নামার আগে ক্রিকেটারদের চেকআপ করে নেওয়া হয়। খেলতে পারবেন কিনা, তা জানতে চাওয়া হয়। তেমন কিছু আফিফের ক্ষেত্রে হয়েছিল কিনা প্রশ্নে শুভাগত বলেছেন, এ রকম কিছু ছিল না। ফিজিওর সঙ্গে কথা বলেছিল। মাঠে খেলার মতো অবস্থা ছিল; কিন্তু ফিল্ডিং করার পর আরও বেশি সমস্যা তৈরি হয়েছে।

 

Leave a Reply