Saturday, April 27

এসএসসি-সমমান পরিক্ষার পাসের হার প্রকাশ ! দেখুন বিস্তারিত…

এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডের পাশের হার ৭৬.২০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।

সারা দেশের আট বোর্ডের পাশের হার ৮১.২১ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতবারের চেয়ে এবারের পাসের হার কম।

এবারো আগের মতো ওয়েবসাইট ও মুঠোফোনে ফল পাওয়া যাবে। গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ শেষ হয় এসএসসি’র তত্ত্বীয় পরীক্ষা। আর ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবারো পরীক্ষা শেষে ২ মাসের মধ্যেই ফল প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের চেয়ে এবার ১ লাখ ৩৫ হাজার বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।

অন্যান্য বারের মতো এবারো শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোন থেকে এসএমএস করে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জেনে নেয়ার সুযোগ থাকছে।

ওয়েবসাইট থেকে:
শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) লগইন করে এসএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।

Leave a Reply