পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের পর ভারতের বিপক্ষে হারে বাংলাদেশ।
সোমবার পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ১০১ রান করা বাংলাদেশ হেরে যায় ৬ উইকেটে।
বুধবার দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয় মাঠে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ১৮৪ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে করতে পারে ১৩১ রান। ৫২ রানের জয়ে প্রস্তুতি জোরদার করে ভারত।
এদিন রিচা ঘোষের ৫৬ বলের ৯১ রানের অনবদ্য ৯১ আর জেমিমার ৪১ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩১/৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ৩২ রান করেন মুরশিদা খাতুন।