Thursday, December 19

নতুন গানের মডেল হলেন সোহেল রানা

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান:
বর্তমান সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী সামজ ভাই। ‘ঘুম ভালোবাসি’ শিরোনামের গান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপর থেকে নিয়মিত গান করছেন সামজ ভাই।
সম্প্রতি রাজধানীর খিলগাঁও,পুর্বাচলসহ বিভিন্ন মনোরম লোকেশনে “মিথ্যাবাদী” শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও সম্পূর্ণ হয়। জালাল আহমেদের পরিচালনায় গানটিতে মডেল হিসেবে অভিনয় করেন সোহেল রানা ও মহিমা।
গানটি সম্পর্কে মডেল রানা বলেন, এর আগেও আমি বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পীদের গানের মিউজিক ভিডেওতে কাজ করেছি। বেশ সাড়াও পেয়েছি। এইবারই প্রথম সামজ ভাইয়ের গানের মডেল হলাম। আশা করি দর্শকরা এই গানটি বেশ ভালভাবে নিবে।
পরিচালক জালাল আহমেদ জানান, এন ওয়াই সি এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি খুব শীঘ্রই প্রকাশিত হবে ।

Leave a Reply