Monday, December 9

রামপুরা থানা যুবলীগের নৌকার নির্বাচনী ক্যাম্প

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা প্রচার প্রচারনা চালিয়ে মানুষের কাছে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন। ঢাকা-১১ আসনের বাংলাদেশ আওয়ামি লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন এর পক্ষে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। গতকাল ঢাকা-১১ আসনের রামপুরা থানার যুবলীগের সহযোগিতায় নির্বাচনী ক্যাম্প এর উদ্ধোধন করা হয়। উক্ত উদ্ধোধনী আলোচনায় সভায় উপস্থিত ছিলেন রামপুরা থানা আওয়ামীলীগ সহ-সভাপতি ডঃ আনোয়ার ফরাজী ইমন, রামপুরা থানা যুবলীগ আহ্বায়ক রইছ উদ্দিন আহমেদ (রইছ), স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, রামপুরা থানা যুবলীগের সদস্য মোঃ সাব্বির হোসেন, রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন।
উদ্ধোধনী আলোচনায় সভায় বক্তব্য রাখেন রামপুরা থানা আওয়ামীলীগ সহ-সভাপতি ও ফরাজী হাসপাতের চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু ডঃ আনোয়ার ফরাজী ইমন। ডঃ ইমন তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামিলীগের উন্নয়ন ও সফলতার কথা উপস্থাপন করেন এবং আগামী নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান করেন। রামপুরা থানা যুবলীগ আহ্বায়ক রইছ উদ্দিন আহমেদ (রইছ) এর উদ্যোগে এই নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়। তিনি তার বক্তব্যে ঢাকা-১১ আসনের বাংলাদেশ আওয়ামি লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিনকে আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

Leave a Reply