Sunday, February 16

তাহসান খানের সঞ্চালনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি

বিনোদন প্রতিবেদক, স্বদেশকন্ঠ.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
বিশ্বব্যাপী জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’ অবশেষে বাংলাদেশে আসছে। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আগামী ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে সম্প্রচার শুরু হবে। প্রতিযোগিতায় ভরপুর এই গেম শোটি সঞ্চালনা করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পরিচালনায় ওয়াহিদুল ইসলাম শুভ্র।

প্রচার সময়সূচি:
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রতি সোমবার রাত ৯:৩০ টায় এনটিভিতে সম্প্রচারিত হবে এবং বঙ্গ’র ওয়েবসাইট ও অ্যাপে যেকোনো সময় দেখা যাবে। যারা প্রথমবার এপিসোড মিস করবেন, তারা মঙ্গলবার বেলা ১:০০ টায় এনটিভিতে পুনঃপ্রচার দেখতে পারবেন।

অনুষ্ঠানের বৈশিষ্ট্য:

প্রতিটি পর্বে দুইটি পরিবার মুখোমুখি হবে।

তিনটি রাউন্ডের সেরা উত্তরের মাধ্যমে পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে।

বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ রাউন্ডে।

থাকবে নগদ পুরস্কার ও বিশেষ উপহার।

বিশেষ পর্ব:
এই শোতে কিছু বিশেষ তারকাদের অংশগ্রহণে বিশেষ এপিসোড থাকছে। যেমন—মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ, এবং মারিয়া কিসপট্রা।

তাহসান খানের অভিজ্ঞতা:
উপস্থাপনায় নতুন অভিজ্ঞতা নিয়ে তাহসান বলেন,

> “বিশ্বজুড়ে ৭৫টিরও বেশি দেশে জনপ্রিয় ‘ফ্যামিলি ফিউড’-এর অংশ হতে পেরে আমি সম্মানিত। এটি আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এবং পারিবারিক সম্পর্ক ও বন্ধনের গুরুত্ব তুলে ধরে। এই শো বাংলাদেশের দর্শকদের হৃদয় জয় করবে বলে আমি বিশ্বাস করি।”

উদ্যোক্তাদের প্রত্যাশা:
বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন,

> “‘ফ্যামিলি ফিউড’ একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত অনুষ্ঠান। এটি পারিবারিক বন্ধন ও সম্পর্ক উদযাপন করে। আমরা আশা করি, বাংলাদেশেও এটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।”

এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ জানান,

> “এনটিভি সবসময় মানসম্মত অনুষ্ঠান সম্প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এর অংশ হতে পেরে আমরা গর্বিত।”

স্পন্সর ও সহযোগীরা:
শোয়ের টাইটেল স্পন্সর ডাবর, পাওয়ারড বাই আয়গ্যাজ, প্রাইজ মানি পার্টনার প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, স্ন্যাক পার্টনার অলিম্পিক ফুডি, এবং হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

সংক্ষেপে:
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর মূল উদ্দেশ্য হলো পরিবারের সদস্যদের একত্রিত করে মজার মুহূর্ত উপহার দেওয়া এবং পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানো। অনুষ্ঠানটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি সম্পর্কের বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply