সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে এই তালিকাটি প্রকাশ করেছেন ইংরেজি সাইট টপ রিসেস্ট। সেখানে বাংলাদেশি সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় নাম আছে হালের ক্রেজ শাকিব খান, চঞ্চল চৌধুরী, ববিত, বিপাশা হায়াত ও মোশাররফ করিমের নাম।
শাকিব খান
ঢাকাইয়া সিনেমার নাম্বার ওয়ান হিরো। মান্না মারা যাওয়ার পর থেকেই ঢালিউডকে শাসন করছেন তিনি।
সিনেমাপ্রতি ৪০ লাখের মতো পারিশ্রমিক নিচ্ছেন তিনি। বাংলাদেশের সবচেয়ে ধনী তারকা তিনি। তার সম্পদের পরিমাণ চার’শ সত্তর কোটিরও বেশি।
মোশাররফ করিম
তার পরের অবস্থানেরই রয়েছেন মোশাররফ করিম। তার সম্পদের পরিমাণ দুইশো সাতাশ কোটির মতো।
বিপাশা হায়াত
তৃতীয় অবস্থানে রয়েছেন বিপাশা হায়াত। তার সম্পদের পরিমাণ এক’শ আশি কোটির মতো।
ববিতা
চতুর্থ অবস্থানে রয়েছেন চিত্রনায়িকা ববিতা। তার সম্পদের পরিমাণ প্রায় দেড়’শ কোটি টাকার মতো।
চঞ্চল চৌধুরী
এর পরে রয়েছেন চঞ্চল চৌধুরী। তার সম্পদের পরিমাণ পঁচাত্তর কোটি টাকা।