Friday, December 12

অস্ট্রেলিয়া–দ.আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা: টাইগার দলে ডাক পেয়েছে যারা

অস্ট্রেলিয়া আগস্টেই বাংলাদেশ সফরে আসবে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। অন্যদিকে এই সিরিজ শেষ হতেই বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে।

দুটি সিরিজই টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে অজিদের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ। এ বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয় দিয়ে ক্রিকেটের অভিজাত ফরমেটে নিজেদের

পরিণত করেছে টাইগাররা।

এবার ১০১ তম টেস্টে সেই ধারাবাহিকতা ধরে রাখার পালা। তাই আগেভাগেই প্রস্তুতি নিতে গতকাল ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফুদ্দিন, এনামুল হক, আবুল হাসান রাজু, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।

Leave a Reply