
আগামী ১২ই জুলাই ২০১৭, রোজ বুধবার বিকাল ৪ টায় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে জনস্বার্থ ফাউন্ডেশন এর উদ্যোগে “প্রতিবন্ধিদের সমাজের মূলধারায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আরিফ খান জয়, মাননীয় উপমন্ত্রী-যুব ও ক্রীড়মন্ত্রণালয়। জনাব ড. মির্জা আব্দুল জলিল, সাবেক সভাপতি- বাংলাদেশ কৃষকলীগ। সায়লা সাবরিন পলি, ব্যবস্থাপনা পরিচালক, পিপিএস। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনস্বার্থ ফাউন্ডেশন এর উপদেষ্টা ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাশেম রেজা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের মূলধারায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও তাদের প্রতি বিশেষ যতœবান হওয়ার পরামর্শ দিয়েছেন। আমাদের সংগঠন থেকে প্রতিবন্ধীদের উন্ন্য়নে সচেষ্ট আছি। অনুষ্ঠানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। নির্দিষ্ট কিছু বিভাগ থেকে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠান কো-অর্ডিনেট করেছেন ফ্যাশন কোরিওগ্রাফার সৌরভ সোহাগ। সার্বিক সহযোগিতায় আরজে সাইমুর রহমান। ইভেন আয়োজক-ঢাকা ফ্যাশন। মিডিয়া পার্টনার- এশিয়ান টিভি, রেডিও স্বদেশ.নেট ও স্বদেশনিউজ২৪.কম।