Wednesday, April 24

শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

পুরান ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী নাসিম মাথায় চাপাতির কোপে গুরুতর আহত হন। বুধবার বিকালে কলেজের সামনে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের প্রতি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা এ সময় কারও কারও হাতে আগ্নেয়াস্ত্রও দেখেছেন। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খান শুভর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্বন্দের জেরে মাঝেমধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে কলেজের সামনে একপক্ষ আরেক পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে ছাত্রলীগ কর্মী নাসিম মাথায় চাপাতির কোপে গুরুতর আহত হন। এছাড়া ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সূত্রাপুর থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিমের হাতে ধারালো চাপাতি দেখা গেছে। এছাড়া সংঘর্ষ চলাকালে সাদা টিশার্ট ও সাদা প্যান্ট পরিহিত এক সন্ত্রাসীকেও দেখা যায়। তবে কোনো গুলির শব্দ পাওয়া যায়নি বলে জানান ওই প্রত্যক্ষদর্শী।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সকালে দু পক্ষকে একত্রে সমঝতার জন্য ডাকা হয় এবং সে সময় আবারো ক্ষুদ্র সংঘর্ষের সুত্রপাত হয়। সূত্রাপুর থানার ওসি আশরাফ উদ্দিন প্রতিবেদককে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply