Friday, April 19

শ্রীলঙ্কার মতো ৫-০ হওয়ার সম্ভাবনা খুবই কম : গাঙ্গুলী

খেলাধূলা, স্বদেশ কণ্ঠ ডটকম : ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ জিতবে স্বাগতিকরা। তবে ভারতের পক্ষে সফরকারী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব হবেনা বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের বিপক্ষে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে সিরিজে ভালো করবে ভারত। তাই সিরিজ ভারতই জিতবে।’

গেল ফেব্রুয়ারি-মার্চে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো ভারত। ঐ সিরিজ শুরুর আগে গাঙ্গুলী বলেছিলেন, ‘৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতবে ভারত।’ কিন্তু শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জয় করতে সক্ষম হয়েছিল ইন্ডিয়া।

এবার ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ নিয়ে কথা বললেন গাঙ্গুলী। তবে এবার ওয়ানডে সিরিজের আগে ৫-০ বলতে পারলেন না তিনি। বলতে পারলেন না ভারতই সবগুলো ওয়ানডে জিতবে। গাঙ্গুলী বলেন, ‘নিজ মাটিতে ভারতকে হারানো কঠিন। শ্রীলঙ্কার মতো ৫-০ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, অস্ট্রেলিয়া ওয়ানডেতে অনেক শক্তিশালী দল। তারা ভারতকে সহজে ছেড়ে দিবে না। তবে এটা ঠিক, সিরিজ ভারতই জিতবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে হলে ভারতকে বোলিং-এ বিভাগে আরও ভালো করতে হবে বলে জানান গাঙ্গুলী। কারণ ২০১৩ সালে সিরিজের প্রত্যকটি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা বড় বড় স্কোর করেছে। তিনি বলেন, ‘দেশের মাটিতে ভারতের পেসাররা খুব বেশি ভালো করতে পারে না। হঠাৎ করে স্পিনাররাও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়। তাই আসন্ন সিরিজ জিততে হলে পেসার ও স্পিনারদের প্রত্যক ম্যাচেই ভালো পারফরমেন্স করতে হবে।’

২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে দলে তরুনদের বেশি প্রাধান্য দিচ্ছে ভারতীয় নির্বাচকরা। নির্বাচকদের এমন সিদ্বান্তে এক মত পোষন করা গাঙ্গুলী বলেন, ‘নির্বাচকরা তরুণ ক্রিকেটারদের পরখ করে নিতে চান। ২০১৯ বিশ্বকাপের আগে এটা একটা ভাল পদক্ষেপ। প্রস্তুত হবার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। একটা ভাল দল তৈরি করতে হলে এই পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। এতে শক্তিশালী দল গঠন করা সহজ হয়।’

যুবরাজ সিং-কে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ওয়ানডের দল ঘোষণা করে ভারত। তাই শোরগোল উঠেছে যুবরাজের ক্যারিয়ার শেষ। কিন্তু সেটা মনে করেন না গাঙ্গুলী, ‘চেষ্টা করলে আবারো দলে ফিরতে পারবে যুবরাজ। সত্যিই যুবরাজ যদি ফুরিয়ে না গিয়ে থাকে, তবে তার পক্ষে ফিরে আসা সম্ভব। তবে পারফরমেন্স করেই ফিরতে হবে যুবরাজকে।’

Leave a Reply