Saturday, April 20

বাংলা সংগীত বাজারে নতুন অডিও কোম্পানী “টোন ফেয়ার”

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক রাকিব মোসাব্বির এর নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা “টোন ফেয়ার” অফিসিয়ালি আত্মপ্রকাশ করলো। ২০১৪ সালের শেষের দিকে রাকিব মোসাব্বির এর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান “টোন ফেয়ার” এর পথচলা শুরু হয়। কিন্তু সবকিছু গোছাতে প্রায় ২ বছর সময় লেগে যায় বলে জানান রাকিব। টোন ফেয়ার অডিও প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথম প্রকাশিত অ্যালবাম ছিল রাকিব মোসাব্বিরের একক অ্যালবাম “মন পাখি”। এরপর বিগত ২ বছর ধরে ভারতের কলকাতা ও মুম্বাইয়ের আর্টিস্ট নিয়ে কাজ করার সুবাদে তার অডিও কোম্পানী টোন ফেয়ারের ব্যানারে একাধিক শিল্পীর গান মোবাইল কন্টেইনে মুক্তি পেয়েছে। তবে অফিসিয়ালি এখন থেকে টোন ফেয়ারের ব্যানারে ফুল ট্রেক অ্যালবাম, ইপি অ্যালবাম এবং সিঙ্গেল ট্রেক মুক্তি পাবে বলে জানান রাকিব মোসাব্বির। এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ভারতে শিল্পী রুপকের সিঙ্গেল ট্রেক “তোর আশাতে” গানটি। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করছেন রাকিব নিজেই। এই গানের মাধ্যমেই পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের সংগীত জগতের নতুন আরেকটি অডিও প্রযোজনা সংস্থার আত্মপ্রকাশ ঘটলো। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান “টোন ফেয়ার” এর সূত্রে জানা যায়- এখন থেকে টোন ফেয়ার যে কোন শিল্পীর অ্যালবাম প্রকাশ করবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। টোন ফেয়ার যেসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গান প্রকাশ করবে সেগুলো হল- জিপি মিউজিক, বাংলা ভাইব, এন্ড্র‍্যুয়েড অ্যাপস ‘গানটিভি’, আইটিউন্স, সাভান, গুগল প্লে, ইউটিউব’সহ আরও ১০প্লাস অনলাইন মিউজিক স্টোরে। সংগীত পরিচালক রাকিব মোসাব্বির টোন ফেয়ারের বিষয়ে বলেন- টোন ফেয়ার বর্তমানে কোন অ্যালবাম ক্রয় করছে না। তবে কেউ যদি রয়েলিটি কিংবা অন্য কোন কন্ডিশনে টোন ফেয়ার থেকে অ্যালবাম প্রকাশ করতে চায়, তবে তা প্রকাশিত হবে। অডিও বাজারের অবস্থা এখন শোচনীয়, তাই বাজারের অবস্থা ভাল হলে টোন ফেয়ার আরও জোরেশোরে নামবে। টোন ফেয়ার বাংলাদেশের সংগীতে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।

Leave a Reply