Thursday, April 18

মিউজিক ডিরেক্টর থেকে এবার ফিল্ম ডিরেক্টর রাকিব মোসাব্বির!

অনলাইন ডেস্ক।।

রাকিব মোসাব্বির এক অঙ্গে যেন বহুরুপ, মিডিয়া সেক্টরের সকল ক্যাটাগরিতেই যেন তার মেধার ছাপ। এবার তিনি তার মেধার মননে নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “স্মাগলার”। আন্ডারওয়ার্ল্ড এর ক্ষুদ্র একটি গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন “স্মাগলার” নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন ভৈরব থানার ওসি, তদন্ত ওসি, সেকেন্ড অফিসার’সহ ছয়জন এস আই। তারা হলেন- ওসি মোখলেছুর রহমান, ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ, সেকেন্ড অফিসার আজিজুল জয়, এস আই রাসেল, এস আই মোখলেছুর রাসেল, এস আই জাহাঙ্গীর, এস আই মাজহার ও এস আই অভিজিৎ। এছাড়া এতে আরও অভিনয় করেন- নাট্যকার সবুজ সারোয়ার, মডেল/অভিনেতা/সাংবাদিক আশরাফুল আলম, অভিনেতা রাজন প্রিয়ম, ক্যামেরাম্যান আব্দুল মজিদ, মঞ্চাভিনেতা আল-আমিন শুকু, বাদশা মিয়া এবং রাকিব মোসাব্বির নিজেই। রাকিব জানান- “স্মাগলার” তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরপর তিনি “মাফিয়া” নামে আরেকটি চলচ্চিত্র নির্মান করবেন খুব শীঘ্রই।
উল্লেখ্য, রাকিব মোসাব্বির বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক নামেই বেশি খ্যাতি অর্জন করেছেন। এই পর্যন্ত তার পনে ৩০০ গান বাংলাদেশের অডিও বাজারে মুক্তি পেয়েছে। এছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ও রুটস পর্যায়ের তার গানের রয়েছে অসংখ্য ভক্তশ্রোতা। রাকিব মোসাব্বির ভৈরবের উচ্চ সম্ভ্রান্ত হাজী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ডানপিটে ও মেধাবী ছিলেন। তিনি একাধারে ববহুগুণে গুণান্বিত। তিনি কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক, মিউজিক কম্পোজার/প্রডিউসার, অ্যারেঞ্জার ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে “যারে আমার মন” অ্যালবামটি দিয়ে। অ্যালবামটি সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হয়েছিল। একই অ্যালবামে গীতিকার হিসেবেও তার আত্মপ্রকাশ হয়েছিল “স্বপ্ন” গানটি দিয়ে। এরপর সাউন্ড ডিজাইনার হিসেবে তার প্রথম প্রকাশিত গান ছিল “বৈশাখ এলো”। সেটিও সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হয় ২০১০সালে। ভিডিও এডিটর ও ভিজ্যুয়াল কালার ডিজাইনার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে তার গাওয়া “মন উদাসী” গানের মিউজিক ভিডিও দিয়ে। যেটি ২০১৪ সালে লেজার ভিশনের ব্যানারে মুক্তি পায়। লাইভ মিউজিশিয়ান হিসেবে তার প্রথম প্রকাশিত গান ছিল “সুখ পাখি”। ব্যানার ছিল সিডি চয়েজ, ২০১৩। ভিএফএক্স মেকার হিসেবে তার করা প্রথম প্রকাশিত কাজ ছিল ” মন যে দেওয়ানা” গানের ভিডিও। একই গানের ভিডিওতে পূর্ণাঙ্গ ডিওপি/সিনেফটোগ্রাফী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। মডেল ও অভিনেতা হিসেবে তার প্রথম প্রকাশিত কাজ ছিল “মাধবীলতা” মিউজিক ভিডিও। লেখক হিসেবে সাপ্তাহিক পত্রিকায় তার আগমন ঘটে ২০০৬ সালে। অনলাইনে কলামিস্ট হিসেবে তার আত্মপ্রকাশ হয় ২০১৪ সালে। দৈনিক পত্রিকায় বিনোদন নিয়ে তার লেখালেখি শুরু হয় ২০১৫ সালে। বর্তমানে একটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত সম্পাদকীয় লিখছেন তিনি। এছাড়া কথাসাহিত্যিক হিসেবে তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুইটি ( সত্যিই সুরাই ও ছোটগল্পের উপন্যাস)। শুধু তাই নয়, তার পারিশ্রমিকের অর্থ দিয়ে তিনি প্রথম প্রযোজক হিসেবে কাজী শুভ’র “মন পাঁজরে শুধু তুমি আছো” গানটির ভিডিওতে লগ্নি করেন। এছাড়া নির্মাতা হিসেবে তার প্রকাশিত প্রথম কাজ ছিল “সে আমার” গানের মিউজিক ভিডিও। পরিশেষে রাকিব মোসাব্বির একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার মালিকানায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হল- মালিকানায় প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বমানের সংগীত তৈরির কারখানা “আরএম মিউজিক ফ্যাক্টরি”, আন্তর্জাতিক অডিও প্রযোজনা সংস্থা “টোন ফেয়ার”, মিনি ফিল্ম প্রডাকশন “আরএম এন্টারটেইনমেন্ট” প্রভৃতি।

Leave a Reply