Friday, April 26

আজই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া? বিএনপি নেতাদের সাথে বৈঠক, যা বললেন আইনজীবীরা !

আজই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে বিএনপি নেতাদের আশ্বস্ত করেছেন আইনজীবীরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) উচ্চ আদালত ও বকশিবাজারের বিশেষ জজ আদালতে দলীয় আইনজীবীদের মধ্যে কে কোথায় থাকবেন তাও নির্ধারণ করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতারা সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আইনজীবীরা। বৈঠকে খালেদা জিয়াসহ দলীয় নেতাদের জামিনের বিষয়ে আশ্বস্ত করেন আইনজীবীরা।

এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন,
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, সিনিয়র আইনজীবী আবদুুর রেজাক খান, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার আমিনুল হক, সানাউল্লাহ মিয়া, নিতাই রায় চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কাওসার কামাল প্রমুখ।

বৈঠকে উপস্থিত এক আইনজীবী বলেন, আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি রয়েছে। আবার জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় বকশিবাজারে অস্থায়ী আদালতে হাজিরার তারিখ রয়েছে। একই দিনে কোন আইনজীবী কোন আদালতে থাকবেন তা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া উচ্চ আদালতে কোন কোন আইনজীবী থাকবেন তাও নির্ধারণ করা হয়েছে
আইনজীবীরা বিএনপি নেতাদের আশ্বস্ত করেন সরকারের কোনো হস্তক্ষেপ না থাকলে বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন। এছাড়া মামলার আইনি নানা বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে দলের মহাসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল প্রদর্শন কর্মসূচিতে বাধার বিষয়টি প্রাধান্য পায়। এছাড়া আগামী দিনে দলের কর্মসূচি কি হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply