Tuesday, September 10

আজ চিত্রনায়িকা অঞ্জলি সাথির শুভ জন্মদিন

anzali_swadeshnews24 _hotরাজ, বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠ : চিত্রনায়িকা অঞ্জলি সাথির জন্মদিন আজ।২১ সেপ্টেম্বর এর আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই সম্ভাবনাময়ী অভিনয়শিল্পী। ছোটবেলা থেকে মিডিয়ার প্রতি ভালবাসা থেকেই মিডিয়ায় পথচলা শুরু এ অভিনয় শিল্পীর।বিনোদন বিচিত্রার ফটো সুন্দীরর মাধ্যমে ২০১১ সালে মিডিয়ায় পর্দাপন করেন অঞ্জলি। ২০১১ থেকে ২০১২ পর্যন্ত বেশ কিছু নাটকে অভিনয় করেন। সবার মত বড় পর্দায় কাজ করার স্বপ্ন তিনিও লালন করতেন। হাবিবুর রহমান হাবিবের ”রূপ গাওয়াল” ছবির মাধ্যমে চলচ্চিত্রে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেন তিনি। এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন নিলয়। ২০১৩ তে ছবিটি মুক্তি পায়। এরপর আবুল কালাম আজাদের অনেক সাধনার পরে সিনেমাতে সূর্য এর সাথে অভিনয়ে করেন।

সাফিউদ্দিন শাফি পরিচালিত ফাদ মুক্তি পায় ২০১৪ সালে। হৃদয় দোলান প্রেম, ত্রিভুজ প্রেমের গল্প আবুল কালাম আজাদের ফিফটি ফিফটি লাভ এ অভিনয় করেন নায়ক শাহরিয়াজ ও আশিকের সাথে।হারুন জামান পরিচালিত শরনার্থী, হাবিবুর রহমান হাবিব পরিচালিত- ছিট মহল ও সৈকত নাসিরের দেশা দ্যা লিডার ছবিতে সাংবাদিক চরিত্রে কাজ করেছেন অঞ্জলি। অঞ্জলি সালাউদ্দিন লাভলু,চয়নিকা চৌধুরী, দিপু হাজরা,ফয়সাল আহমেদ,শরফত আহমেদ জীবন প্রমুখ গুণী পরিচালকদের সাথে কাজ করেছেন। তিন বোন এক ভাই এর মধ্যে ছোট অঞ্জলি। তার পিতা আব্দুর রাজ্জাক বি এল কলেজে অধ্যাপনা করেন। স্বদেশ পরিবারের পক্ষ থেকে রইল তার জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আরও এগিয়ে সম্ভাবনাময়ী চিত্রনায়িকা অঞ্জলি সাথি।

Leave a Reply