Friday, April 26

একনজরে শ্রীদেবীর শেষযাত্রা (ভিডিও)

শ্রীদেবীর শেষযাত্রা –
শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়ল মুম্বইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। প্রিয় অভিনেত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ।
ভিলে পার্লে শ্মশানের বাইরে উপচে পড়া ভিড়।
ভিলে পার্ল শ্মশানে আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে শ্রীদেবীর শেষকৃত্য।
শেষযাত্রায় শ্রীদেবী।
তেরঙায় ঢাকা শ্রীদেবীর দেহ।
সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে শেষযাত্রা শুরু হল শ্রীদেবীর।

শ্রীদেবীর দেহ লাল-সোনালী কাঞ্জিভরম শাড়িতে ঢেকে তোলা হল কাচের কফিনে।

শ্রীদেবীর শেষযাত্রার প্রস্তুতি চলছে।
শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের বাইরে মানুষের ঢল।

শেষশ্রদ্ধা জানালেন অজয় দেবগণ ও কাজল।

মঙ্গলবার রাতেই শ্রীদেবীর লোখণ্ডওয়ালার বাড়িতে জড়ো হয় গোটা কাপুর পরিবার। বুধবার সকাল ৯.৩০টা নাগাদ প্রয়াত অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় সেলিব্রিটি স্পোর্টস ক্লাবে।

শেষশ্রদ্ধা জানাতে যান জয়া বচ্চন ও হেমা মালিনী।

তাঁকে শেষবারের মতো চোখের দেখা দেখতে ক্লাবের বাইরে ভিড় জমান ভক্ত ও অনুরাগীরা। শেষশ্রদ্ধা জানাতে যান রেখা, জয়া প্রদা, অজয় দেবগণ, কাজল, করণ জোহর, ফারহা খান, ঐশ্বর্য রাই বচ্চন, আরবাজ খান, সোনম কাপুর, হেমা মালিনী, এষা দেওল, সুভাষ ঘাই, অনু কাপুর, মণীশ পাল, উর্বশী রউটেলার মতো সেলিব্রিটিরা।

শ্রীদেবীকে কখনও গুডবাই বলা যায় না। এ কথা বলে বাপ্পী লাহিড়ী বললেন, ‘তিনি সর্বদা আমাদের ইন্ডাস্ট্রির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। তিনি সর্বদাই থাকবেন আমাদের সুপারস্টার।’ অনু কাপুর বলেন, ‘মেয়েগুলি এত কম বয়সে তাঁদের মাকে হারাল, ওদের জন্য প্রার্থনা করি।’

দুপুর ২টো থেকে শুরু হয় শ্রীদেবীর মরদেহ নিয়ে শেষযাত্রা।

মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে ভিলে পার্লের উদ্দেশে শ্রীদেবীর অন্তিমযাত্রা শুরু হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে তার মরদেহ বের করে আনা হয়। এখন নিয়ে যাওয়া হচ্ছে পবন হংসে। বিকাল সাড়ে ৩টায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।

Leave a Reply