Sunday, February 9

স্বদেশ পরিবারের পক্ষ থেকে কন্ঠশিল্পী সাবরিনার জন্মদিনের শুভেচ্ছা

sabrina saimur swadeshস্বদেশ: আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবীটা তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার……………… হ্যা আজ কন্ঠশিল্পী সাবরিনা বশীর এর শুভ জন্মদিন…. ঘড়িতে ১২.০১ মিনিট বাজার সাথে সাথে জনপ্রিয় সোসাল সা্ইট ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল বন্ধমহল ও শুভাকাঙ্খীরা। ৩০ অক্টোবর এই তরুণী কন্ঠশিল্পী সাবরিনা জন্মগ্রহন করেন।  ছোট বেলা থেকেই সাবরিনা গানকে তার সঙ্গী করে নিয়েছেন। তার মায়ের কাছ থেকেই গানের হাতেখড়ি। ২০০২ সাল থেকে নিয়মিত সংগীত জগতে তার পথচলা। সময়ের অন্যতম আলোচিত কন্ঠশিল্পী নিজেকে প্রতিষ্ঠা করছেন। গত ২৫ অক্টোবর আলোচিত কন্ঠশিল্পী হিসেবে এজেএফবি স্টার এওয়ার্ড-২০১৬ তে ভূষিত হন।  

রেডিও স্বদেশট নেট ও স্বদেশ নিউজ ২৪ ডট কমের প্রতিষ্ঠাত-সম্পাকদ সাইমুর রহমান  সাবরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। স্বদেশ পরিবারের পক্ষ থেকে সাবরিনার  জন্য রইল শুভ কামনা এবং উজ্জ্বল ভবিষ্যত। আরো সামনে এগিয়ে যাক নতুন প্রজন্মের এই তরুণ উদয়ীমান কন্ঠ শিল্পী সাবরিনা।

Leave a Reply