মৌসুমে দিয়েগো কস্তার দশম গোলে ভর করে প্রিমিয়ার লীগে স্বাগতিক মিডলসব্রোকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে চেলসি। রোববারের এ জয়ের ফলে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড গড়ল লন্ডনের ক্লাবটি। পরপর ছয় ম্যাচে জয়ের এই রেকর্ড গড়ার পথে এন্টনিও কন্টের দলের হয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে প্রথমার্ধে গোল করেছেন কস্তা। গতকালের এই জয়ে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট বেশী নিয়ে তালিকার শীর্ষে পৌছে যায় নীল জার্সির দলটি। তিন পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। এদিন আরো বড় ব্যবধানেই জয়লাভ করতে পারতো চেলসি। কয়েকটি জোড়ালো আক্রমণ থেকে গোল পেতে ব্যর্থ হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ঠ থাকতে হল কন্টের শিষ্যদের। দুর্বল প্রতিপক্ষের মাঠে গিয়েও চেলসি আগের মত আক্রমনাত্মক ধারা ধরে রাখে। তবে গোল পেতে প্রথমার্ধের শেষভাগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কন্টে বাহিনীকে। ম্যাচের ৪১তম মিনিটে তাদের এগিয়ে দেন কস্তা। এডেন হ্যাজার্ডের কর্নারে ডি বক্সে জটলার মধ্যে থেকে বল জালে পাঠিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুন করার সুযোগ পায় চেলসি। কিন্তু মার্কোস আলোনসোর শট রুখে দেন গোলরক্ষক ভিক্টর ভালদেস। ৬১তম মিনিটে চেলসির সামনে বাঁধা হয়ে দাঁড়ায় স্বয়ং ভাগ্য দেবতা। পেড্রো রড্রিগেজের নেয়া জোড়ালো শটটি দুর্ভাগ্যবশত গোলবারে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় চেলসি।