Sunday, April 21

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রতিরোধ করতে হবে : আবদুল্লাহ আবু সায়ীদ

আবদুল্লাহ আবু সায়ীদবিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে শক্তহাতে প্রতিরোধ করতে হবে।  আজ রাজধানীর শিল্পকলা একাডেমীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন ‘দুর্নীতি আমাদের মূল্যবোধকে নষ্ট করে ফেলেছে।  দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, ড. নাছির উদ্দিন আহমেদ এবং মহাপরিচালক আসাদুজ্জামান। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই দুর্নীতি জাতির শিড়দাড়া ভেঙ্গে দিচ্ছে।
তিনি বলেন, দুর্নীতি চুরি ও ডাকাতির চেয়েও ভয়ংকর। দুর্নীতি রোধ করতে হলে এখনই সোচ্চার হতে হবে। দুর্নীতি যেন সহনীয় পর্যায়ে থাকে সে দিকে নজর দিতে হবে। বর্তমান সরকারও এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক বলে তিনি উল্লেখ করেন। ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ছোট-বড় দুর্নীতিবাজ বড় কথা নয়। কারণ ছোটরাই এক সময়ে বড় দুর্নীতিবাজ হয়ে উঠে। তাই আমাদের কাজ হবে সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনা।’ দুদক চেয়ারম্যান রাজনীতিবিদ, সুশীল সমাজ, শিক্ষক, গণমাধ্যম, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ সকল স্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।  এর আগে সকালে কমিশনের প্রধান কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কমসূচি শুরু হয়। পাশাপাশি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দুদকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান কমিশনের সকলস্তরের কর্মকর্তা কর্মচারিদের শপথ বাক্য পাঠ করান।

Leave a Reply