দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতায় তাদের ফ্লাইট শুরু করবে। এটা হবে তাদের তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য। ইউএস বাংলার এক বিবৃতিতে বলা হয়, ‘সপ্তাহের প্রতিদিনই ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট চলবে। ১৫৮ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৪০০ এয়ারক্র্যাফট এই রুটে চলাচল করবে।’
ইকোনমি ক্লাসে ঢাকা-কলকাতা-ঢাকা’র রিটার্ন টিকেটের মূল্য ৯ হাজার ৯৯৯ টাকা। আর ওয়ানওয়ে টিকেটের মূল্য ৫ হাজার ৯৯৯ টাকা। সব ট্যাক্স এবং সারচার্জ ভাড়ার সঙ্গে যুক্ত। আর ওয়ানওয়ে বিজনেস ক্লাসের ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ১৫ হাজার ৫৩৫ টাকা এবং রিটার্ন টিকেটের মূল্য ২৫ হাজার ৫৩৪ টাকা।
ঢাকা থেকে ছাড়বে বেলা ১১টা ৪০ মিনিটে। কলকাতায় পৌঁছবে দুপুর ১২টায় (স্থানীয় সময়)। আবার দুপুর ১২টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) কলকাতা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে দুপুর ২টায়। ইউএস বাংলা ক্রমান্বয়ে ভূটান, চীনের গোয়াংঝু, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর ও দোহায় তাদের ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।