Tuesday, September 17

হ্যামিল্টন টেস্টে চাপে আছে পাকিস্তান

Pakistan-vs-New-Zealand-হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনেই চাপে পড়ে গিয়েছে সফরকারী পাকিস্তান। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট করে দিয়ে নিজেদের ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ৭৬ রান তুলেছে পাকিস্তান। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ১৯৫ রানে পিছিয়ে রয়েছে উপমহাদেশের দলটি।  বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ২১ ওভার। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭৭ রান তুলে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।  দ্বিতীয় দিনে বাকী ৮ উইকেটে ১৯৪ রান যোগ করতে সমর্থ হয়েছে নিউজিল্যান্ড। জিত রাভালের ৫৫, বিজে ওয়াটলিং-এর অপরাজিত ৪৯, রস টেইলরের ৩৭, কলিন গ্র্যান্ডহোমের ৩৭ ও টিম সাউদি ২৯ রান করেন। ফলে ২৭১ রান পর্যন্ত যেতে সমর্থ হয় নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে সোহেল খান ৪টি ও ইমরান খান ৩টি উইকেট নেন।  এরপর নিজেদের ইনিংসে ব্যাট হাতে নেমে পেসার টিম সাউদির বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১২ রানের মধ্যে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। ওপেনার সামি আসলাম ৫, এ ম্যাচের অধিনায়ক আজহার আলী ১ ও অভিজ্ঞ ইউনিস খান ২ রান করে ফিরেন। তিন জনই সাউদির শিকারে পরিনত হন।
এরপর চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ঘুড়ে দাঁড়ানোর পথেই ছিলেন বাবর আজম ও আসাদ শফিক। কিন্তু এবার তাদের পথে বাধা হয়ে দাড়ান নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার। নিজের দ্বিতীয় ওভারের প্রথম দু’বলে শফিক ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দেন ওয়াগনার। ফলে ৫ উইকেটে ৫১ রানে পরিণত হয় পাকিস্তান। সেখান থেকে দিনের বাকী সময়টুকু বিপদ ছাড়া পার করেন বাবর ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। বাবর ৩৪ ও সরফরাজ ৯ রানে অপরাজিত আছেন। আর শফিক ২৩ ও রিজওয়ান শূন্য রানে ফিরেন। নিউজিল্যান্ডের সাউদি ৩টি ও ওয়াগনার ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) :
নিউজিল্যান্ড : ২৭১/১০, ৮৩.৪ ওভার (রাভাল ৫৫, ওয়াটলিং ৪৯*, সোহেল ৪/৯৯)।
পাকিস্তান : ৭৬/৫, ২৯ ওভার (বাবর ৩৪*, শফিক ২৩, সাউদি ৩/২৬)।

Leave a Reply