Sunday, May 4

বিপিএলে বরিশালকে উড়িয়ে কুমিল্লার দ্বিতীয় জয়

bplবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দ্বিতীয় জয়ের দেখা পেল গতবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে আট উইকেট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। টুর্নামেন্টের শেষ চারের আশা আগেই ছাড়তে হয়েছে ভিক্টোরিয়ান্সদের। এবার সেই কুমিল্লার কাছে হেরে মুশফিকুর রহিমরাও কার্যত বিদায় নিল বিপিএলের চতুর্থ আসর থেকে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কুমিল্লার উপরেই বরিশালের অবস্থান। মঙ্গলবার এই দলের ছুঁড়ে দেওয়া ১৪৩ রানের লক্ষ্য জয় করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস আর আহমেদ শেহজাদের ৯৩ রানের জুটিতে ভর করে অনেকটাই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় কুমিল্লা দল। ৩৫ বলে ৪১ রানের ইনিংস খেলে দাউইদ মালানের বলে কামরুল হাসান রাব্বির হাতে ক্যাচ তুলে দেন ইমরুল। দলীয় স্কোরে ২৩ রান যোগ করতে আউট হন আরেক ওপেনার শেহজাদ। রুম্মন রইসের কাছে পরাস্ত হওয়ার আগ পর্যন্ত নিজের ব্যাট থেকে তিনি দলকে ৬১ রান উপহার দিয়েছেন। এই রানই দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত।

তৃতীয় উইকেটে বাকি কাজটুকু সেরে দেন ক্যারিবিয়ান হার্ডহিটার মারলন স্যামুয়েলস (২৭) আর খালিদ লতিফ (৭)।বল হাতে একটি করে উইকেট নেন বরিশালের রুম্মন রইস আর দাউইদ মালান।এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নামা বরিশালের ব্যাটসম্যানরা কুমিল্লার দুই স্পিনার নাবিল সামাদ আর রশিদ খানের সামনে সামনে দাঁড়াতেই পারেনি। নাবিল সামাদ একাই নিয়েছেন তিন উইকেট। রশিদ নিয়েছেন দুটি উইকেট। ব্যাট হাতে বরিশালের অধিনায়ক মুশফিকের করা সর্বোচ্চ দলীয় রান ২৯ আর জীবন মেন্ডিসের করা ২৮ রানে চড়ে ১০০ রানের কোটা পার করে বরিশাল। পরবর্তীতে ইনামুল হকের অপরাজিত ২০ রান আর আবু হায়দারের অপরাজিত ১৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলতে সমর্থ হয় বরিশাল।  

Leave a Reply