Breaking News
Home / ভিডিও / দেখুন খেলাশেষে নষ্ট ক্রিকেট বলগুলো কি করা হয়। ভিডওতে দেখুন

দেখুন খেলাশেষে নষ্ট ক্রিকেট বলগুলো কি করা হয়। ভিডওতে দেখুন

দেখুন খেলাশেষে নষ্ট ক্রিকেট বলগুলো কি করা হয়। ভিডওতে দেখুনঃ ক্রিকেট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে আমাদের এই অঞ্চলে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বর্তমানে বিভিন্ন লিগের খেলা চালু হবার পর ক্রিকেটের জনপ্রিয়তা আরো

বেড়েছে। বর্তমানে পৃথিবীর ব্যায়বহুল খেলার মধ্যে ক্রিকেট অন্যতম। প্রতিটি খেলায় সাধারনত অনেকগুলো ক্রিকেট বল ব্যাবহার করা হয়। এসব বল খেলাশেষে কি করা হয় তা অনেকেই জানে না। দেখুন ভিডিওতে কি করা হয় নষ্ট বলগুলোকে।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

গাজায় হামলার প্রতিবাদে পুরস্কার প্রত্যাখ্যান ইসরায়েলি বংশোদ্ভুত অভিনেত্রীর

হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। তিনি ইসরায়েলি বংশোদ্ভুত। সম্প্রতি ইসরায়েল থেকে দেয়া একটি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন নাটালি। নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। সম্প্রতি গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতার

প্রতিবাদে নাটালি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার এমন সিদ্ধান্তের পর অভিনেত্রীকে পুরস্কৃত করার জন্য আয়োজিত অনুষ্ঠান বাতিল করেছে আয়োজক সংস্থা জেনেসিস।

সংস্থাটির ওয়েবসাইটে নাটালির একজন প্রতিনিধিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ইসরায়েলে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা খুবই বেদনাদায়ক। এবং এ কারণে দেশটিতে কোনো অনুষ্ঠানে যোগ দেয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

জেনেসিস এক বিবৃতিতে জানায়, আমরা নাটালির মানবিকতা বোধের প্রশংসা করি এবং জনসম্মুখে ইসরায়েলি সরকারের নীতির সমালোচনার অধিকারের প্রতিও সম্মান জানাই। তবে জেরুজালেমে আয়োজিত আমাদের অনুষ্ঠানে তিনি রাজনৈতিক কারণে হাজির হতে অস্বীকার করায় আমরা খুবই ব্যথিত হয়েছি।

About Admin Rafi

Leave a Reply