আব্রামের ধর্ম ইসলাম নাকি হিন্দু? তা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
২০০৮ সালে ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। তখন নিজের নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম। বিয়ের পর থেকেই তিনি নাকি প্রতি রমজানে রোজা রাখেন, নামাযও পড়েন। আর পেছনে কারণ শাকিব খানই। তিনিও নিয়মিত রোজা রাখেন। অপু জানান, শাকিব কখনো জোর করেননি রোজা রাখার জন্য। আমি নিজে নিজেই দোয়া আর সব নিয়ম কানুন এর ওর কাছ থেকে জেনে নিয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম। অনেক সময়ই শাকিব আর আমি একসঙ্গে ইফতারিও করেছি। শুটিংয়েও তখন কষ্ট হয় এমন কোন শট রাখতে দিতো না শাকিব।’
বর্তমানে রোজা পালনের পাশাপাশি অপু তার
একমাত্র সন্তান আব্রাম খান জয়কে দেখভাল করছেন। একই সঙ্গে পুনরায় চলচ্চিত্রে ফেরার জন্য জোর প্রস্তুতি নিয়ে জিম করছেন। এ বছর ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তিনি জানান, ‘আসলে তা নিয়ে আমি কিছু জানি না। এখন পর্যন্ত কেউ জানাননি যে ছবিটা মু...









