
ভিডিওটি দেখতে নিচে চলে যান
ঘটনাটি গাইবান্ধার। ইদানিং প্রতিনিয়তই এমন কলঙ্কের মুখে পড়তে হচ্ছে নারীকে। সেখানে শিশু থেকে বৃদ্ধ কেওই নিরাপদ নয়। এখন এমন একটা সময় যেন মেয়েদের বাইরে থাকাই নিরাপদ না।
তেমনি গাইবান্ধায় মা আর মেয়েকে লোভ দেখান হয় গুপ্তধন দেয়ার আর সেই ফাদে পা দিয়ে তথাকথিত জিনের বাদশার কাছে ধর্ষিত হল মা এবং মেয়ে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।পুলিশ সুত্র জানায় যে, গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে জামালপুর থেকে মা ও মেয়েকে ডেকে আনে প্রতারক চক্র।
পরে প্রতারণার ফাঁদে ফেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী নদীর পাড়ে শুক্রবার রাতে তাদের ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার মা-মেয়ের বাড়ি জামালপুর সদরে।
পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জের এই প্রতারক চক্র সাধারণ মানুষের মোবাইল ফোনে গভীর রাতে ফোন দিয়ে ধর্মীয় কথাবার্তা বলে তাদের দূর্বল করে এবং গুপ্তধন পাইয়ে দেয়ার প্রলোভন দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
একই কৌশলে প্রতারক চক্রের সদস্যরা তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে কৌশলে তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এরপর গুপ্তধন দেওয়ার কথা বলে তাদের গোবিন্দগঞ্জে ডেকে আনে। জামালপুর থেকে শুক্রবার মধ্যরাতে গোবিন্দগঞ্জে পৌঁছান তারা।
এরপর গুপ্তধনের স্থানে নেওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ থেকে তাদের মোটরসাইকেলযোগে কাটাখালী নদীর বালুচরে নিয়ে যাওয়া হয়। প্রতারকরা সেখানে মা-মেয়েকে রাতভর ধর্ষণেরর পর তাদের ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটার পরে শনিবার সকালে মা-মেয়ে গোবিন্দগঞ্জ থানায় আশ্রয় নেন। গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের খুজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।