সিঁদুরের ৫ম জিটুজিতে চমক! বিদেশ ভ্রমণ প্যাকেজ পেল ৩ জন
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
জমকালো ও বনাঢ্য আয়োজন এবং চমকের মধ্য দিয়ে সিঁদুর ফ্যাশন হাউজের ৫ম গেট টুগেদার ‘আমিই সেরা’ অনুষ্ঠিত হয়েছে। এতে র্যাফেল ড্রতে তিন দিন-দুই রাত থাইল্যান্ড, দুবাই, মালেশিয়া ভ্রমণের প্যাকেজ জিতেছেন তিনজন। এই প্যাকেজে হোটেল ভাড়া ও সিটি ট্যুর থাকছে বিনামূল্যে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর মিরপুরে রংধনু কনভেনশন সেন্টারে গেট টুগেদার অনুষ্ঠিত হয়। এতে টাইটেল স্পন্সর হিসেবে ছিল এস.এস লাক্সারিয়াস, সহায়তা করে সিয়াম হলিডেজ।
এতে সারাদিন ছিল নানা অনুষ্ঠানের ব্যবস্থা। র্যাম্প শো, ডান্স শো, লাইভ মিউজিক, বিভিন্ন গেম শো ছিল। মেহেদি স্টল এ ফ্রি মেহেদি পরিয়ে দিয়েছে টিএসএন’স হেনা, মেহেদি আর্টস লামি ও মেহাস মেহেদি আর্টিসি।
অনুষ্ঠানে দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। ডেজার্ট ছিল ফুড অ্যান্ড পিকেলস হাউস থেকে। ছিল দ্য কেকস এর কেক ও ভেলপুরি। অনুষ্ঠানটির অরগাইজার ছিল সিঁদুরের ও...