
চোখের সমস্যায় ভুগছেন টেইলর
চোখের সমস্যায় ভোগা দলের সিনিয়ির ব্যাটসম্যান রস টেইলরকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। সাম্প্রতিক সময়ে টেস্টে টেইলরের রান না পাওয়াটা শংকার উদ্বেগের সৃস্টি হয়েছে। এমনকি ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয় পাওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি নিজের নিয়মিত চার নম্বরে ব্যাটই করতে পারেননি। হেসন জানান, টেস্ট শুরুর আগেই টেইলর তার পরীক্ষা করিয়েছে এবং ‘এটা নিশ্চিত যে তাকে একজন চক্ষু বিশেষজ্ঞের নিকটে যেতে হবে।’ ‘কেবলমাত্র তার দৃস্ট শক্তি কমে গেছে। রস এটা ফিরে পেতে মরিয়া।’
শুক্রবার হ্যামিল্টনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে টেইলর খেলবেন কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। চক্ষু পরীক্ষার ফলের উপড় নির্ভর করছে এ ম্যাচে খেলা। টেস্টে ৩২ বছর বয়সী টেইলরের রান গড় ৪৫.৯৫ হলেও সর্বশেষ ১০ ইনিংসে তার ব্যা...