ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে “ব্রাইডাল থিওরী”: রক্তিম সৈকত
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কণ্ঠ ডটকমঃ ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির ধারণাকে নতুনত্ব দিতেই জন্ম হল “ব্রাইডাল থিওরী”র। বিয়ের বর-কনের জন্য প্রিমিয়াম ক্লাস ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে “ব্রাইডাল থিওরী” ।
বিয়ের মতো জীবনের সবচেয়ে আনন্দময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখতে যুগপোযগী ধারণার সম্মিলন আর জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেম বন্দীর প্রেমে সদা ব্যস্ত চার তরুণের সম্মিলিত প্রয়াস “ব্রাইডাল থিওরী”।
স্বপ্ন, সম্ভাবনা আর নতুন কিছু করে দেখাবার প্রয়াসে সামনের পথে হাঁটবে “ব্রাইডাল থিওরী”। আলাপচারিতায় এমনটাই বললেন “ব্রাইডাল থিওরী”র সিইও রক্তিম সৈকত।বর্তমান সময়ে ফটোগ্রাফি একটি চমৎকার প্রফেশন । এর মাধ্যমে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানো যায় পুরোপুরি ভাবে। যে কোন আয়োজনে ফটোগ্রাফির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সে লক্ষেই...