বিজয়ী হলেন বদির স্ত্রী শাহীন আক্তার
কক্সবাজার জেলার চারটি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন কন্ট্রোল রুম থেকে রাত ১১টার দিকে জেলার চার আসনে বেসরকারিভাবে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা করেন। বিজয়ীদের মধ্যে রয়েছে দশম জাতীয় সংসদের আওয়ামী লীগ সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার।
প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাহীন আক্তার।
প্রাপ্ত ফলাফল অনুসারে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ১০০ কেন্দ্রের সব ক’টির ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের শাহীন আক্তার। তিনি পেয়েছেন এক লাখ, ৯৬ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বঅ বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ১৮ ভোট।
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের ১৩৯ টি কেন্দ্রের মধ্যে সব ক’টির ফলাফলে দুই লাখ ৭৩ ...