আজ শশীর জন্মদিন
বিনোদন প্রতিবেদক –
তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী নিশাত শশী। শোবিজ অঙ্গনে নিজের শক্ত অবস্থান করার জন্য কাজের পাশাপাশি নিজেকে তৈরি করছেন প্রতিনিয়ত। আজ তার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে তিনি জানান; জন্মদিন প্রতিটি মানুষের জীবনের বিশেষ একটি দিন। এবারই প্রথম ফ্যামিলি ছাড়া আমার জন্মদিন পালন করা হচ্ছে। পড়া-লেখার কারণে বর্তমানে ঢাকায় একা থাকি আর আমার মা, বাবা, ভাই, বোন সবাই কুমিল্লা থাকে। জন্মদিনে মায়ের হাতের খাবার অনেক মিস করছি।
কাজ প্রসঙ্গে তিনি জানান, আমি কিছু বিজ্ঞাপন, নাটক ও ব্রান্ড এর মডেল হিসেবে কাজ করেছি। তবে বর্তমানে ছোট খাটো কাজ করার আর ইচ্ছে নেই। তাই আমি "ফ্রেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড টেলিভিশন - ফিফট” এ মডেলিং ও অভিনয় গ্রুমিং করছি। সামনে আমার ভালো কিছু কাজ আসছে। কিছু দিনের মধ্যে মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজ এর শুটিং শুরু হবে।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল...