‘যুক্তরাষ্ট্র থেকে নতুন নিষেধাজ্ঞা আসার কোনো কারণ নেই’
যুক্তরাষ্ট্র থেকে নতুন করে নিষেধাজ্ঞা আসার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার রাজধানীর একটি হোটেলে একটি ইন্টারেক্টিভ সেশনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সম্ভাব্য নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, ‘আমরা নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যুক্তি দেখি না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালের পর নতুন কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমি কোনো কারণ দেখি না, যার কারণে সামনের বছরগুলোতে কোনও ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে।’ অবশ্য যদি না আমরা বড় ধরনের কোনো কাণ্ড ঘটাই বলে তিনি জানান।
যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমরা আশা করি, ওই নীতির যথেচ্ছ ব্যবহার হবে না। ভিসানীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে শাহরিয়ার আলম বল...